জমকালো আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো.গোলামুর রহমান।।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে জমকালো আয়োজনে র্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে লংগদু সদর হাসপাতালের ঘাট থেকে বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলাের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে একত্রিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় এবং জাতীয় পতাকা উত্তলন করে সভার সূচনা করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হেসেনের সভাপতিত্বে, এতে সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির সিনয়র যুগ্ম সম্পাদক আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন,
বিশেষ অতিথি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাছের, সাইফুল ইসলাম সাকিল সাংগঠনিক সম্পাদক সহ জেলা উপজেলার নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ছাত্র এবং জনতার বিপ্লবের মনের ভাষা সবাইকে বুঝতে হবে, দলের সভাপতি সাধারণ সম্পাদক হয়ে কেউ যেনো চাঁদাবাজি দখলদারে লিপ্ত না হয়। এধরনের চিন্তা কেউ করলে দল তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিবে। এছাড়াও তারা বলেন দেশে পি আর নির্বাচনের নামে অশান্তির পায়তারা চলছে। আমরা কোন অবস্থায় পি আর নির্বাচন চাইনা। এসময় তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে রাঙ্গামাটিতে দীপু তালুকদারকে প্রার্থী হিসেবে ঘোষণা করলে বিপুল ভোটে দল এগিয়ে যাবে।
মন্তব্য বন্ধ আছে