চলতি মাহিন্দ্র থেকে পরে আহত কিশোর

২১৭

রাঙ্গামাটির লংগদু উপজেলার সোনাই বাজারের জালালের ছেলে রাকিব (১৫) মাহিন্দ্র গাড়ির পেছন থেকে ছিটকে পরে গুরতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ দিকে বাইট্টাপাড়া বাজার থেকে দীঘিনালার উদ্দেশ্যে জৈনক মাহিন্দ্র চালকের গাড়ির পেছন থেকে ছিটকে পরে সে। প্রত্যক্ষদর্শীরা জানান,বাইট্টাপাড়া বাজার হতে দীঘিনালার উদ্দেশ্যে যাওয়ার জন্য জৈনক মাহিন্দ্র গাড়ির পেছনে রাকিব ঝুলে ধরে সোনাই বাজার পৌঁছলে সে চলতি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায়,যার ফলে রাস্তায় পরে গুরতর আহত হয়। তারা জানায়,চালক জানতনা পেছনে কেউ ঝুলে আছে,যখন সে পরে যায় তখন একজন যাত্রী বুঝতে পারে কিছু একটা পেছন থেকে পরেগেছে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে সে লংগদু সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।