চইল্যাতলীতে কৃষক মাঠ স্কুলের সদ্স্য ও সদস্যাদেরকে আর্থিক সহায়তা

0 ২৪৪

।। গোলামুর রহমান, বগাচতর ।।
রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী মাষ্টার পাড়ার কৃষক মাঠ স্কুলের সদ্য ও সদস্যাাদরা য়াতে নিজেদের বাড়ি ঘরে হাঁস-মুরগি পালন ও শাক সবজি আবাদ করে আর্থিকভাবে লাভবান হতে পারে তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর), ইউএনডিপির কৃষি খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় ২৫ জনকে জনপ্রতি নগদ ২ হাজার টাকা করে এই আর্থিক সহায়তা প্রধান করা হয়।
ইউএনডিপির কৃষি খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ সংগঠক ও কৃষক সহায়তাকারি মোঃ জাহাঙ্গীর আলম ও
পূর্বচাইল্যাতলীর জনপ্রতিনিধি মোঃ ইসমাইল মেম্বার এসময় উপস্তিত থেকে এসব আর্থিক সহায়তা প্রদান করেন । এসময় তারা এই আর্থিক সহায়তার জন্য ইউএনডিপি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।