গাঁথাছড়া বায়তুশ শরফের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও পুরষ্কার বিতরণ

১৬৫

মো.গোলকমুর রহমানঃ

রাঙ্গামাটির লংগদুতে গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার দাখিল (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও পুরষ্কার বিতরণের আয়োজন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১মার্চ) সকাল ১০টায় মাদ্রাসার হল রুমে, মাদ্রাসা শিক্ষক সালাহ উদ্দীন ও ইসমাইল হোসেনের যৌথ পরিচালনায় এবং মাদ্রাসা প্রধান ফোরকান আহমদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, লংগদু মডেল কলেজের প্রভাষক হারুনুর রশিদ, মাইনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আবু সাঈদ সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ।

শেষে বিদায়ীদের জন্য দোয়া মুনাজাত এবং মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।