গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার

alokitolangadu@gmail.com

0 ১,৫৪৯

 

মো. গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আসমা আক্তার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।

বুধবার ( ২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নিজ বসত ঘর থেকে মোছাঃ আসমা আক্তার(১৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।

আসমা আক্তার আটারকছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ হারেজ আলীর মেয়ে,তার মাতাঃ মাজেদা বেগম।

কিশোরীর মা জানান, তারা পারিবারিক ভাবে খুবই গরিব, অদ্য দুপুরে মায়ের কাছে মেয়েটি ভাত চাইলে, মা বলে অল্প ভাত ছিলো, তোমার ছোট বোন খেয়েছে,আমি ভাত রান্না করছি একটু অপেক্ষা করো রান্না হয়ে যাবে। এই কথার ফাকে সরকার আমাদের একটি ঘর দিয়েছিলো সে ঘরের টয়লেট আমরা কম ব্যবহার করি সেটাতে গিয়ে ফাঁস দেয়। রান্না শেষে আমি তাকে খুঁজাখুঁজির এক পর্যায় টয়লেটে গিয়ে দেখি সে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।

এদিকে খবর পেয়ে লংগদু থানার ওসি তদন্ত জালাল উদ্দীন ও এস আই আল আমিন ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে লংগদু থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছে লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দীন। তিনি বলেন লাশ উদ্ধার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়া দিন রয়েছে।

 

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।