গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি-নিসচা।

১০২

আলোকিত লংগদু ডেস্কঃ

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দে জাতীয় নিরাপদ সড়ক উপলক্ষে নিরাপদ সড়ক চাই রাঙ্গামাটি জেলা শাখার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ ১অক্টোবর রাঙ্গামাটির বনরুপা সড়কের মোড়ে সারাদিন ব্যাপী মাইকিং ও সড়ক দুর্ঘটনা রোধে প্রচার প্রচারনা চালানো হয়। চালকদেরকে ট্রাফিক আইন মানা সহ দিক নির্দেশনা দেওয়া হয় ও পথচারীদের রাস্তা পারাপার সঠিক নিয়ম মানার অনুরোধ জানানো হয়।

প্রচারণায় এসময় ছিলেন, নিসচা রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক মো. আফছার, যুগ্ন আহ্বায়ক পেয়ার আহমেদ, সদস্য মো. মাজহারুল ইসলাম, মো. আবু কাওসার পারভেজ, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ জুয়েল মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্য বিন্দু।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।