খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে গীর্জায় আর্থিক অনুদান প্রদান করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন

0 ৩১

মো.গোলামুর রহমান।।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর অংশ হিসেবে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে গীর্জায় আর্থিক অনুদান প্রদান করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন ।

আগামী ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর অংশ হিসেবে বিজিবি রাজনগর জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার গুরুসতাং পাংকুয়া পাড়া ইউপিসিবি গীর্জা এবং গুইছড়ি ত্রিপুরা পাড়া বেপটিস গীর্জায় বড়দিন আয়োজনের জন্য নগদ অর্থ প্রদান করেন।

রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) রাজনগর জোন সদর দপ্তরে গীর্জা পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার লে: কর্নেল মো: নাহিদ হাসান, পিএসসি।

এসময় জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সুনাম অক্ষুন্ন রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি সকল ধর্মের জনগোষ্ঠীর ধর্মীয় উৎসবসমূহ নির্বিঘ্নে পালনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও রাজনগর জোন দায়িত্বপূর্ণ এলাকায় গরীব, অসহায় ও হতদরিদ্র ব্যক্তি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও তাদের প্রতিষ্ঠানসমূহে ধারাবাহিকভাবে অর্থিক সহায়তা প্রদান করে আসছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুদান প্রদানের সময় জোনের মেডিকেল অফিসার মেজর মো: সাদমান রহমান, এএমসি এবং গীর্জা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।