খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে লংগদু সেনা জোনের শিক্ষা সামগ্রী বিতরন

১০৯

আলোকিত লংগদু ডেক্সঃ

দুরছড়ি খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাহাড়ি এবং বাঙালি পরিবারের শিশুদের মাঝে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে লংগদু সেনা জোনের শিক্ষা সামগ্রী বিতরন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় রাঙ্গামাটি জেলার দূরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাহাড়ি এবং বাঙ্গালী পরিবারের শিশুদের মধ্যে উক্ত শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে.

অত্র ক্যাম্পের দায়িত্বপুর্ন এলাকার বাচ্চাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এর মাধ্যমে বাচ্চাদের লেখাপড়া আগ্রহ বেড়েছে যা দেশের যুব সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে । এলাকার শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি খাগড়াছড়ি সেনা জোন সমূহ সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে মানুষের পাশে ছিল এবং থাকবে বলে জানায় তারা ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।