খাগড়াছড়ি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মানিকছড়ি

২২৮

খাগড়াছড়িতে ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খাগড়াছড়ি সদর উপজেলা একাদশকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মানিকছড়ি উপজেলা একাদশ।

গত ২৫ জুন জমকালো আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে পর্দা উঠে ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২। উদ্বোধনী খেলায় দীঘিনালা উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে কোয়াটার ফাইনালে খেলার সুযোগ পায় মানিকছড়ি উপজেলা একাদশ।

কোয়াটার ফাইনালে পানছড়ি উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয় মানিকছড়ি উপজেলা একাদশ।
সেমিফাইনালে খাগড়াছড়ি পৌরসভা একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে আসে ২য় জেলা প্রশাসক চ্যাম্পিয়ন দল মানিকছড়ি উপজেলা একাদশ।
৪ জুলাই সোমবার উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই শক্তিশালী দল খাগড়াছড়ি সদর উপজেলা একাদশ বনাম মানিকছড়ি উপজেলা একাদশ মুখোমুখি হয়।
খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় খেলা ট্রাইবেকারে নিষ্পত্তিতে গেলে ৪-৩ গোলে মানিকছড়ি উপজেলা একাদশ ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেন।

খেলা শেষে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টিত পুরস্কার ও ট্রপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
এদিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় মানিকছড়ি উপজেলা একাদশকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, টীম ম্যানাজার মো. মনির হোসেন, টীম পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মহি উদ্দীন মুকুল, সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদস্য ধীমান চন্দ্র নাথ, মো.ইসমাইল হোসেন প্রমূখ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।