খাগড়াছড়িতে পিসিএনপি’র আহ্বায়ক আবু তাহের সদস্য সচিব মাসুম রানা

১৯৬

চট্টগ্রাম প্রতিনিধি

আজ ২০-০১-২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার দুপুরে পিসিএনপির চট্টগ্রামস্থ কেন্দ্রীয় অফিস অক্সিজেনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সভায় বর্তমান খাগড়াছড়ি জেলা পিসিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আগামী তিন মাসের জন্য খাগড়াছড়ি জেলা পিসিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন করা হয়, আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে খাগড়াছড়ি জেলার পূর্ণাঙ্গ উপজেলা ও পৌর কমিটি গঠন করবে এবং জেলা কমিটির সম্মেলনের আয়োজন করবে।

আহবায়ক কমিটির তালিকায় যাদের নাম আছে-

১, আহবায়ক – অধ্যক্ষ আবু তাহের – মাটিরাংগা উপজেলা।

২, যুগ্ম আহ্বায়ক – মোঃ নিজাম উদ্দিন – রামগড়।

৩, সদস্য সচিব – এস এম মাসুম রানা – খাগড়াছড়ি সদর।

৪, সদস্য – মোঃ মোক্তাদির হোসেন – মানিকছড়ি।

৫, সদস্য – মোঃ সাহাদাত হোসেন – মহালছড়ি।

বিলুপ্ত ঘোষিত খাগড়াছড়ি জেলা কমিটির সদস্যরা পরবর্তী জেলা সম্মেলনে ভোটার হবে না বলে উল্লেখ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।