কৃষি অফিস কর্তৃক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

১১৬

মো.গোলামুর রহমান,

রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক রবি/ ২০২২-২০২৩ ইং মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টার সময় লংগদু উপজেলা কৃষি অফিসের মাঠ প্রাঙ্গণে উক্ত কর্মসূচির আওতায় কৃষকদের প্রণোদনা প্রদান করা হয়। লংগদু উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে রবি/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। এসময় প্রতি কৃষকের জন্য বরাদ্ধকৃত প্রনোদনার মধ্যে জনপ্রতি সরিষার বীজ-০১ কেজি,এমওপি সার-১০ কেজি,ডিএপি সার-১০ কেজি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা জাহিদুল ইসলাম,লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান,জেলা পরিষদের সদস্য আসমা বেগম, সহ উপজেলা ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী এবং সুবিধা ভোগী কৃষকরা। লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কৃষকদের আমরা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছি। বাংলাদেশ সরকারে স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।