কাল থেকে ঢাকার ৩টি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের করোনা টিকা

২১৮

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার থেকে দেওয়া হবে ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনা টিকা। ঢাকার ৩টি কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক মানুষকে এ টিকা দেওয়া হবে।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালক শামসুল হক মৃধা জানান, ফাইজারের টিকাগ্রহণকারীদের ৭/১০ দিন পর্যবেক্ষণে রেখে ফাইজারের গণটিকাদান কর্মসূচি চালু হবে। ফাইজারের টিকা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ রাখতে হয়। টিকা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আপাতত ঢাকার বাইরের জেলাগুলোতে ফাইজারের টিকা পাঠানো হচ্ছে না।

ঢাকার যে তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে সেগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।