কালাপাকুজ্জা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শীতকম্বল বিতরণ ও আলোচনা সভা
কালাপাকুজ্জা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শীতকম্বল বিতরণ ও আলোচনা সভা
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলায় কালাপাকুজ্জা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গরীব শীতার্থদের মাঝে শীতকম্বল ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার(১৭ ডিসেম্বর), উপজেলার কালাপাকুজ্জা ইসলামপুর বাজারটিলা প্রাঙ্গণে শতাধিক গরীব শীতার্থদের মাঝে কম্বল বিতরণ শেষে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালাপাকুজ্জা ইপি’র ১নং ওয়ার্ডের সদস্য ও সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ শাহআলম এতে সভাপতিত্ব করেন।
সাবেক কালাপাকুজ্জা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ ইউসুফ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সিঃ যুগ্ন সম্পাদক ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও ইউপি সদস্য মোঃ আলী হোসেন, ইউনিয়ন যুবদলের সিঃসহ সভাপতি নুর আলম চৌধুরী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আলম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, সাবেক ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ মিন্টু মিয়া,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার ইয়াছিন আহম্মেদ, ইউনিয়ন জাসাস’র সভাপতি মোঃ জসিম উদ্দিন, (প্রমুখ)।
বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার গায়ের জোরে একদলীয়ভাবে দেশ চালাচ্ছেন। দেশে দ্রব্য মূল্যের উর্ধোগতির কারণে সাধারণ জনগণের নাভিশ্বাস হয়ে উঠেছে। দেশের সর্বত্র আজ অস্তিরতা বিরাজ করছে। বিএনপির নেত্রীর চিকিৎসা নিয়ে সরকার তামাশা শুরু করেছে। খালেদা জিয়ার কিছু হলে সরকারের জন্য ভালো হবেনা জানিয়ে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর জোরদাবী জানিয়েছেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।