করল্যাছড়ি আনসার ভিডিপি ক্লাব পরিদর্শনে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা

২১২

।। সুমন হোসেন>করল্যাছড়ি (আটারকছড়া)

রাঙামাটির লংগদু উপজেলার
আটারকছড়া ইউনিয়নে আনসার ভিডিপির নতুন ক্লাবের চলমান কাজ পরিদর্শন করেছেন
বাংলাদেশ আনসার ভিডিপি লংগদু উপজেলার কর্মকর্তা মোঃ মনজুর আলম মোরসেদ।
শুক্রবার ( ২৬ আগস্ট) আটারকছড়া ইউপির আনসার ভিডিপির নতুন ক্লাবের চলমান কাজ পরিদর্শনে আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার মোঃ এমদাদুল হক, আটারকছড়া ইউনিয়নের আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা মোঃ মিজানুর রহমান সহ আটারকছড়া ইউনিয়নের বিভিন্ন প্লাটুন কমান্ডার ও সহকারী কমান্ডার এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম মোরসেদ সাহেব বলেন, আমরা সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণ মুলক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা গ্রামের মানুষের মাঝে সচেতনতা মুলক কাজে আগ্রহী করবো। মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস দমনে আমরা কাজ করে যাবো।এই এলাকায় তথা লংগদু উপজেলায় মাদকমুক্ত রাখতে আপনাদের সহযোগীতা দরকার। তাছাড়া কার্যক্রম পরিচলানা করতে আটারকছড়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাবের অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাধান করার জন্য দিক নির্দেশনা প্রধান করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।