করল্যাছড়িতে জেলেদের হাতে ধরা পড়ছে রাক্ষুসে মাছ সাকারফিস

২৬৭

করল্যাছড়িতে জেলেদের হাতে ধরা পড়ছে রাক্ষুসে মাছ সাকারফিস

।। গোলামুর রহমান/সুমন তালুকদার ।।
লংগদু উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে রাক্ষুসে মাছ সাকারফিস ।
কাপ্তাই হ্রদে আগে সাকার ফিস মাছ পাওয়া না গেলেও গত বছর থেকে ঘন ঘন এই মাছ ধরা পড়ছে জেলেদের জালে।
মঙ্গলবার (১২ এপ্রিল) লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় মোঃ জহিরুল ইসলাম এর জালে ধরা পরলো রাক্ষুসে প্রজাতির সকারফিস মাছ।
জহিরুল জানায়, সকালে সে তার নিজ বাড়ির কাছে কাপ্তাই হ্রদের পানিতে মাছ ধরার সময় এই প্রজাতির (সকারফিস)মাছ দুটি ধরা পরে। পরে মাছ দুটি অন্য মাছের চেয়ে আলাদা হওয়ায় সে মাছ দুটিকে বাজারে নিয়ে আসে। তখনই বুঝা যায় এই মাছটি ভয়ংকর মাছ। এটা অন্যসব মাছকে খেয়ে ফেলে। আর এমাছটিও ভক্ষণ করা অনুপযোগী।
এব্যাপারে লংগদু উপজেলা অতিরিক্ত দায়িত্ব মৎস কর্মকর্তা নব আলো জানান, এ মাছ সম্পর্কে আমার তেমন কোন ধারণা না থাকলেও তবে যতটুকু জানি গবেষকরা বলছেন, এমাছ অন্য মাছের পোণা নষ্ট করে এবং অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এই মাছ আফ্রিকান এবং রাক্ষুসে প্রজাতির মাছ । তাই এমাছ থেকে সচেতন থাকতে হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।