ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে লংগদু জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

২০৭

মো.গোলামুর রহমান,লংগদু

ঐতিহাসিক ৭ইমার্চ দিবস উপলক্ষে রাঙ্গামাটি লংগদু জোনের অন্তর্গত ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন সেনা মৈত্রী স্কুলে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

জোন কমান্ডার লে.কর্ণেল হিমেল মিয়া, পিএসসি”র, দিক নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত
হয়েছে। উক্ত ক্যাম্পে ইয়ারাংছড়ি এলাকার শতাধিক চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায়
বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

এসময় মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল বলেন, খুব শীঘ্রই লংগদু জোন কর্তৃক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় আরো বড় পরিসরে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।