এক রাতে গ্রামের তেরোটি পানির পাম্প চুরি

২৩৬

তারিকুল ইসলাম তারা

লংগদু উপজেলার ৬ নং মাইনীমুখ উনিয়নের ২ নং ওয়ার্ডের মুসলিমব্লক গ্রামের তেরোটি পানির পাম্প চুরি হয়েছে বলে জানাযায়।

এলাকার স্থানীয় সূত্রে জানাযায়, গত বৃস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোস্তফা মিয়া,সাবেক (চেয়ারম্যান)সাইফুদ্দিন সুজন,বাবুল মেকার, শাহালম মিস্ত্রি, মাছ ব্যবসায়ী শাহালম, আবু হানিফ, আব্দুর রহিমের বোন মনিরা খাতুন,বদুরোদ্দিন চৌধুরী, মোঃ হাসান এবং সাফায়েতের বাসার মোট তেরোটি পানির পাম্প চুরি হয়।

এবিষয় ২ নং ওয়ার্ডের মেম্বার আজগর আলী জানান, চুরির ঘটনা এলার মানুষ আমাকে জানিয়েছে, আমি ব্যবসার কাজে এলাকার বাহিরে আছি,এলাকায় এসে তদন্ত করে ব্যবস্থা নিবো।

এর আগেও গত মার্চ মাসে মাইনীমুখ ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন কমল এর বাসার একটি বাই- সাইকেল চুরি হয়, আগষ্ট মাসে ব্যাটারী চালিত বিভিন্ন টমটম থেকে ব্যাটারীচুরি হয় চারটি।এ ঘটনায় মুসলিম ব্লক গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তারা বলছেন, এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ কি ভাবে চলবে। এদের চিন্হিত করে সাধারণ মানুষকে এসব ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।