একটি মানবিক সাহায্যের আবেদন

১২৬

সাকিব আলম মামুন, লংগদু (সদর)

লিভার সিরোসিস রোগে আক্রান্ত লংগদু উপজেলার মোঃ আশরাফুল আলম (৩৫) বাঁচতে চান। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চান তিনি ও তার পরিবার। মোঃ আশরাফুল আলম উপজেলার মাইনীমূখ ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আবুল হাসেম’র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আশরাফুল আলম তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।তিনি শিক্ষকতা করে ২ সন্তান ও স্ত্রীসহ ৪ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস নামক রোগে ভোগছেন। তার সহায় সম্পত্তি যা ছিল তা দিয়ে ব্যয় বহুল চিকিৎসা খরচ করেও কোনো কিনারা পাচ্ছেন না, তিনি এখন অসহায় হয়ে পড়েছেন। তিনি দীর্ঘদিন স্থানীয় রাবেতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন, সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ক্যান্সার হাসপাতালে প্রেরণ করা হয় এবং বর্তমানে তিনি ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। বর্তমানে তিনি পারিবারিক ভাবে আর্থিক অভাব অনটনে দিনাতিপাত করছেন। এতে চিকিৎসা তো দূরের বিষয় নিজের পরিবার পরিচালনা অসম্ভব হয়ে দাড়িয়েছে। তাই তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গের প্রতি তার চিকিৎসা খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়েছেন। মোঃ আশরাফুল আলম’র প্রতিবেশী আল আমিন ইমরান বলেন, তিনি এলাকার অত্যন্ত নম্র, ভদ্র ও খুব ভালো মনের মানুষ হিসাবে সবার কাছে সমাদৃত। জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আশরাফুল ভাইকে বাঁচানোর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। মানবিকতার দৃষ্টিতে আমাদের একজন ভাই হিসেবে যার যার অবস্থান থেকে যথাসাধ্য সাহায্য করলে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনাদের একটু সহযোগিতা পেলে বেঁচে যাবে একটি প্রাণ ও ঘোর অমাবস্যা থেকে আলোয় আলোকিত হবে একটি পরিবার। তাই আমি সমাজের সকল স্তরের মানুষের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্যে বিনীত অনুরোধ করছি। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ আশরাফুল আলম গ্রামঃ ইসলামাবাদ, পোঃ মাইনীমূখ, উপজেলাঃ লংগদু, জেলাঃ রাঙামাটি

বিকাশঃ ০১৮৮১৬৩০৪৬৭

রকেটঃ ০১৮২৩৩৭৮৯৪০১

নগদঃ ০১৫৫৭৪৩০৯৪১

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।