উন্নত জাতের মসলা ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম তারা।।
রাংগামাটির লংগদু উপজেলার কৃষক/কৃষাণীদের নিয়ে উন্নত জাতের মসলা চাষের উপর দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা হর্টিকালচার সেন্টারের আয়োজনে (২৫ জানুয়ারি) শনিবার প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
উপজেলা হর্টিকালচার সেন্টারের অফিসার আসিফ মাহমুদের উপস্থিততে খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এই প্রশিক্ষণ সম্পন্ন মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
কৃষকের প্রশিক্ষণ এবং ভ্রমণ সমন্বয়ের দায়িত্বে ছিলেন,লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ পাল,কৃষিবিদ আবদুল্লাহ আল মালেক।
সভায় আলোচকবৃন্দরা দৈনন্দিন ব্যবহার্য মসলা যেমন আদা, রসুন, পিঁয়াজ, মরিচ, কালোজিরা, মেথি, হলুদ, লবঙ্গ, এলাচ, মৌরীসহ বিভিন্নরকমের মসলার উন্নত জাত ও এসবের উপকারী দিক তুলে ধরে প্রযুক্তির ব্যবহার করে কিভাবে সফলতা অর্জন করা যায় সে সম্পর্কে প্রশিক্ষণার্থীদের শিক্ষা দেন।
সমাপনী দিনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মসলা চাষে কৃষক ও কৃষাণীদের উদ্বুদ্ধ করেন।