ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১৪২

 

মো.গোলামুর রহমান

বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গামাটি লংগদু উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মাইনী মুখ কেন্দ্রীয় জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের করে, মাইনী বাজারের প্রদান সড়ক ঘুরে এসে বাজারের মুল ফটকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদ করেন।

ইসলামী আন্দোলনের লংগদু উপজেলা শাখা কমিটির সভাপতি মাওঃ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়।

এসময় ইসলামী আন্দোলনের জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।