আলীকদম ডিম পাহাড়ে পিসিএনপির মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়

২৫২

ডেস্ক রিপোর্টঃ

পর্যটন নগরী বান্দরবানের আলীকদম উপজেলার সর্বোচ্চ পর্বত ডিম পাহাড়ে শনিবার দুপুরে আলীকদম উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি মোঃ আবুল কালাম ভাইয়ের স্ব-উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)’র মিলনমেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। আরো উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আবুল কালাম, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, মহাসচিব মোঃ আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এম রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ, বিশিষ্ট লেখক ও ব্লগার সোহেল রিগ্যান, খাগড়াছড়ি জেলা পিসিএনপি’র সদস্য সচিব এসএম মাসুম রানা, বান্দরবান জেলা পিসিএনপি’র সহ-সভাপতি সাংবাদিক কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল (জালাল) সহ বিভিন্ন জেলা ও উপজেলা পিসিএনপি,পিসিসিপি ও পিসিএমপি নেতৃবৃন্দ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।