আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লংগদু কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

0 ৫৪

মো.গোলামুর রহমান।।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে, রাঙ্গামাটি লংগদু সরকারী মডেল কলেজের আয়োজনে উক্ত কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় লংগদু সরকারী মডেল কলেজের হল রুমে, অত্র কলেজের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ক প্রভাষক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের অধ্যক্ষ (ভাঃ) আজগর আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী অধ্যাপক ওসমান গণি, সহকারী অধ্যাপক রোকেয়া বেকম, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক তাছলিমা খাতুন, প্রভাষক খন্দকার হাছান আলী, প্রভাষক অমিত কুমার দাস,প্রভাষক রেজালিন আরেফিন, প্রভাষক মৌসুমি পারবিন সহ অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।

এসময় আলোচনা সভায় বক্তব্যে , মহান ভাষা দিবসে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য ও মায়ের ভাষা প্রাণের ভাষা বাংলা ভাষার গুরুত্বারোপ করা হয়। এসময় তারা বলেন তৎকালীন সময়ে সালাম জব্বার বরকত রফিক শফিউর সহ ৫২ এর বীর শ্রেষ্ঠ ভাষা শহীদদের আত্মত্যাগ আর তাদের তাজা রক্তের মাধ্যমে যে ভাষা বাংলার মানুষ পেয়েছে তা অবিস্মরণীয় হয়ে আছে থাকবে। সেই বীর শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি সেটাই আমাদের মাটির ভাষা, আমাদের মায়ের ভাষা। আজ তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হচ্ছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।