আনসার ব্যাটালিয়ন ও চেয়ারম্যানের সহযোগিতায় লাশ উদ্ধার

alokitolangadu@gmail.com

0 ১,০৫৮

।।মো.গোলামুর রহমান।।

আনসার ও জেলেদের সাথে চেয়ারম্যানের সাহসীকতায় ট্যুরিষ্ট ট্রলার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়া লংগদুর স্থানীয় যুবক ছামাদুল হকের লাশ উদ্ধার ।

গতকাল ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় লংগদু মাইনী জোনের অধীন গাঁথাছডা ব্রীজের নীচে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ট্যুরিস্ট ট্রলার ছাদ থেকে আহত হয় দুজন ও লেকের পানিতে তলিয়ে যায় স্থানীয় যুবক  ছামাদুল হক ।

নিখোঁজ সামাদুল হককে উদ্ধারের জন্য ফায়ার ব্রিগ্রেড সহ সকল আইন শৃংখলা বাহিনী দুর্ঘটনা স্থলে আসে । লংগদু ফায়ার সার্ভিসে ডুবুরী না থাকায় গতরাতে উদ্ধার অভিযান সম্ভব হয়নি ।

আজ ও ফায়ার ব্রিগেডে যোগাযোগ করলে বলা হয় তারা লংগদু আসতে ৩ ঘন্টা লাগবে । জনতা আর অপেক্ষা করতে ধৈর্য় না ধরে, আজ ভোর পাঁচটায় ব্যাটালিয়নের বাছাইকরা একটি টিম অফিসার সহ ঘটনাস্থল গাঁথাছডা ব্রীজে হাজির হয় ।

শোকাহত পরিবার ও স্থানীয় জনসাধারন মিলে লোকে লোকারণ্য হয়ে পড়ে এলাকাটি । আইনশৃংখলা ও ব্রীজ থেকে উৎসুক জনতা যাতে পড়ে না যায় তাদের বিরত রাখে ব্যাটালিয়ন টিম । এসময় এলাকার কয়েকজন সাহসী জেলে , স্থানীয় চেয়ারম্যান , কয়েকজন ব্যাটালিয়ন সদস্য মিলে দুর্ঘটনা স্থলের উপর নজরদারী পর্যবেক্ষন করে। অবশেষে স্থানীয় সাহসী জেলে আলী ইরশাদ ডুবুরীর ভুমিকায় ডুব দিয়ে সামাদুল হকের মরদেহ উদ্ধার করে ।

তাৎক্ষনিক আমরা লাশ পরিবারের কাছে হস্থান্তর করি । জোন কমান্ডার ও জেলার সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসন কে সংবাদ জানানো হয়। বাদ জোহর বায়তুশ শরফ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত  হবে ।

সাহসী জেলে আলী ইরশাদ ‘  মাইনী ইউপি  চেয়ারম্যান কামাল হোসেন ও  ৩৮ আনসার ব্যাটালিয়নের সাহসী মানবিক ভুমিকা এলাকার হাজার হাজার মানুষের মুখে ভাসছে ।৩৮ আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে সাহসী জেলে ও চেয়ারম্যানকে  আর্থিক পুরস্কার দেয়ার ঘোষনা দেয়া হয় ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।