আটারকছড়া প্রশান্তি অরন্য কুঠিরে কঠিন চীবর দান সম্পন্ন

২৮

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের প্রশান্তি অরন্য কুঠিরে ৩য় বারেরমত দুই দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বেইনঘর উদ্বোধনের মধ্যদিয়ে কঠিন চীবর দান উৎসব শুরু হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল থেকে চীবর দান উপলক্ষে
ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমুর্তি দান, কঠিন চীবর দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ ও ফানুস বাতি উৎসর্গসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়।
এসময় বিহারে পূণ্যার্থীদের ঢল নামে। আগত পূণ্যার্থীরা সাধু সাধু ধবনিতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন।
এতে প্রধান পূণ্যার্থীর বক্তব্য দেন আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় চাকমা মিত্র।
অতিথি হিসেবে বক্তব্য দেন কুঠির পরিচালনা কমিটির প্রধান ও রাঙামাটি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের এজিএম সত্য প্রসাদ দেওয়ান।
খাগড়াছড়ি কান্তিপুর অরন্য কুঠিরের অধ্যক্ষ আর্যবোধি মহাস্থবিরকে বৌদ্ধদের শ্রেষ্ঠ দান কঠিন চীবর উৎসর্গ করেন প্রশান্তি অরণ্য কুঠিরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুপ্তস্মৃতি ভিক্ষু।
বনভান্তের অমৃতময় বাণীর উদ্বৃতি দিয়ে পুণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা দেন, আটারকছড়া প্রশান্তি অরন্য কুঠিরের অধ্যক্ষ শুভপ্রিয় স্থবির, খাগড়াছড়ি ভাইবোনছড়া সুদৃষ্টি অরন্য কুঠির অধ্যক্ষ নারদ মহাস্থবির, পানছড়ি শিলাছড়া বনবিহার অধ্যক্ষ জ্ঞানজ্যোতি মহাস্থবির সহ অন্যান্য ভিক্ষু সংঘরা।
সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন ও ফানুস বাতি উত্তোলনের মধ্যে দিয়ে কঠিন চীবর দানানুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।