আটারকছড়া ইউনিয়ন পরিষদে পুষ্টি কার্যক্রম বিষয়ক সভা

0 ২৭১

।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলায় লিন প্রকল্পের আওতায় আটারকছড়া ইউনিয়ন পরিষদে পুষ্টি কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১৮ নভেম্বর), উপজেলার আটারকছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে পুষ্টি কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। আটারকছড়া ইউপি চেয়ারম্যান ও আটারকছড়া ইউনিয়ন পুষ্টি বিষয়ক সমন্বয়ক মঙ্গল কান্তি চাকমা সভায় সভাপতিত্ব করেন। পুষ্টি বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন, লিন প্রকল্পের লংগদু উপজেলার ফিল্ড ফেসিলেটেটর রুমা চাকমা।
এসময় আটারকছড়া ইউপি সদস্য জিয়াউর রহমান সহ অন্যান্য সদস্য ও গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।