আটারকছড়ার সমন্বিত সমাজ উন্নয়ন দলের ১৬ নারীকে বিআরডিবি’র ঋণ সহায়তা

১৬৬

আলোকিত লংগদু ডেক্স:

রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের পাবর্ত্য চট্রগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন দলের ১৬ জন সদস্যাকে ঋণ দিয়েছে বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড লংগদু উপজেলা কার্যালয়।
সোমবার (৯ আগস্ট) লংগদু উপজেলা সদরে বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড লংগদু উপজেলা কার্যালয়ে এই ঋণের টাকা প্রদান করা হয়। এতে পাবর্ত্য চট্রগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন দলের ১৬ জন সদস্যাকে মোট ৪লাখ ৮০ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়।
ঋণ সহায়তা প্রদান অনুষ্টানে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকতার বজল ইসলাম চৌধুরী, আটাকারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, বিআরডিবি ফিল্ড স্টাফ ঝন্টু চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।