আটারকছড়াতে তথ্য সেবার বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

১২৭

।। আলোকিত লংগদু ডেক্স।।
ডোর টু ডোর সেবার আওতায় প্রান্তিক নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে
বুধবার আটারকছড়াতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায়) এর উপজলা তথ্য সেবা অাপাঃ কার্যালয়ের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
তথ্য সেবা কর্মকর্তা শুচিরা চাকমা জানায় আমাদের ২জন সহকারী সহ আমরা অাটারকছড়া দূর্গম এলাকায় ১৬০ জন মহিলাকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়েছি। এসেবা দূর্গম এলাকাগুলোতে অারো দেয়া হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।